কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি.
কাজীপুরের সোনামুখীতে পরকিয়া প্রেমিকার স্বামী তার স্ত্রীর প্রেমিককে হাতেনাতে আটক করেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাত বছর পূর্বে সারিয়াকান্দি উপজেলার নুরু বাদশার মেয়ের সাথে সোনামূখী গ্রামের তসের আলী সেখের পুত্র চানমিয়ার বিয়ে হয়। তাদের ঘরে কোন সন্তানাদি নেই। গত রবিবার দিবাগত রাত অনুমান ১১ টায় প্রতিবেশি আফসার আলীর পুত্র ফরহাদ আলী (৩৫) চাঁনমিয়ার শোবার ঘরে প্রবেশ করে। এসময় চানমিয়া ঘরে ছিল না। স্ত্রীর পরকিয়া আগে থেকে বুঝতে পেরে সুযোগ বুঝে চাঁনমিয়া ঘরের দরজায় ওৎ পেতে থাকে।
এক পর্যায়ে চানমিয়া স্ত্রী রিপা খাতুন (২২) কে ডাকাডাকির এক পর্যায়ে দরজা খুলে দেয়। এসময় সে প্রেমিক ফরহাদ আলীকে হাতেনাতে ধরে ঘরের খামের সাথে বেধে রাখে।
এ বিষয়ে পৃথকভাবে প্রেমিক ফরহাদ ও প্রেমিকা রিপা খাতুনকে জিঙ্গাসাবাদে তারা প্রায় ৬ মাস যাবৎ একে অপরকে ভালোবাসা ও পরকিয়ায় জড়িয়ে পড়ার কথা স্বীকার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্ঠা চলছিল।