কাজীপুরে বন্যার্ত প্রতিবন্ধীদের বস্ত্র ও নগদ সহায়তা প্রদান

 

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি.



কাজীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ সহায়তা ও বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার চরাঞ্চলের তেকানী, নাটুয়ারপাড়া ও খাসরাজবাড়ী ইউনিয়নের পাঁচশ প্রতিবন্ধীর হাতে এই সহায়তা তুলে দেয়া হয়।

কাজীপুর চরাঞ্চলের প্রতিবন্ধীদের বন্ধু জাহিদুল হাসান স্বপন সমাজের বিত্তবানদের নিকট থেকে নিজ উদ্যোগে সহযোগিতা এনে তা প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করেন।

তিনি জানান, স্টান্ডার্ড গ্রুপের কর্ণধার ইঞ্জিনিয়ার মশাররফ হোসেন, কাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ বকুল সরকার, ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন, এ্যাড. আমিনুল ইসলাম, এ্যাড. মোকাদ্দেস আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার আলী আকবর এবারে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

প্রতিবন্ধীদের প্রত্যেককে নগদ ২০০ টাকা, শাড়ি, ও প্যান্ট বিতরণ করা হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ