কাজীপুরে বাগানের গাছ কেটে সাবাড়, বাধা দেয়ায় কুপিয়ে জখম


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

কাজীপুর প্রতিনিধি.


কাজীপুরে বাগানের গাছ কাটায় বাধা দেয়ায় একজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার সকালে উপজেলার চরভানুডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে হোসেন আলী নামে একজনকে আটক করেছে। এই ঘটনায় হবিবর রহমান বাদী হয়ে সাতজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছে।


    মামলা ও স্থানীয়সূত্রে জানা গেছে, চরভানুডাঙ্গা গ্রামের হবিবর রহমান ও তার ভাইয়েরা গত ৬ বছর পূর্বে বাড়ির পাশের একটি জমি ক্রয় করে নিজেদের নামে নামজারী সম্পন্ন করেন। এবং ওই জমিতে বিভিন্ন প্রকার গাছ লাগান।

    গত সোমবার আকস্মিকভাবে তারই প্রতিবেশি মামলার বিবাদী আব্দুলের পুত্র হামিদ, শহিদুল, আমিনুল, হামিদের পুত্র সাধু, আজীজ ও তার পুত্র বাবু এবং হামিদের বোনজামাই হোসেন আলী ওই বাগানের বেশকিছু তেজপাতা, পেয়ারা, বরই ও অন্যান্য গাছ কেটে ফেলে। বাধা দিতে গেলে আসামীরা বাদীর লোকজনকে প্রাণে মেরে ফেলার হুমকী দেয়।

    গতকাল এই ঘটনায় হবিবর কাজীপুর থানায় একটি জিডি করেন। কাজীপুর থানার এএসআই হাফিজ মঙ্গলবার সকালে ঘটনা তদন্তে যান। কিন্তু তার আগেই আসামীগণ হত্যার উদ্দেশ্যে ঘরের ভিতর ঢুকে বাদীর ভাই আল আমিনকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে তারা ঘরের আসবাবপত্র ভেঙ্গে ফেলে ও ঘরে রক্ষিত নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

    পরে কাজীপুর থানার অফিসার ইন চার্জ (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেন। মারাত্মক আহত আল আমিন কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় বাদীর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ