কাজীপুরে বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধনের অভিযোগ


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি.



    পরপর দুই দিন পাশাপাশি দুইটি পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের ঘটনা ঘটেছে কাজীপুরের সোনামুখী ইউপির রৌহাবাড়ি গ্রামে। এ বিষয়ে পুকুর মালিক আসাদুজ্জামান গত বুধবার কাজীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগসূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতের কোন এক সময়ে কে বা কারা ৪০ শতক জমির তার পুকুরে এস টক্স নামক বিষটোপ প্রয়োগ করে। ফলে ওই পুকরের দেশীয় নানা প্রজাতির মাছ মরে ভেসে ওঠে।

    বুধবার বিকেলে সরে জমিনে গিয়ে ওই পুকরে বিষের কৌটা ও অসংখ্য মরা মাছ পানিতে ভাসতে দেখা গেছে। এর আগের দিন রাতে পাশের বাড়ির ওসমান গনি’র আরেকটি পুকরে একই কায়দায় বিষ প্রয়োক করে মাছ নিধন করা হয়েছে। এতে করে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান আসাদ। কাজীপুর থানার অফিসার ইন চার্জ সমিত কুমার কুন্ডু অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ