কাজীপুরে মেধাবি ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি.



সাবেক এম পি প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেছেন, আ.লীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে বলেই জনগণ শান্তিতে আছে। শত দুর্যোগেও মানুষ এখন না খেয়ে মারা যায়না। খাদ্যের চাহিদা মিটিয়ে এখন শতভাগ শিক্ষা নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে। একটি জাতীর উন্নয়নের চাবিকাটি এবিষয় মাথায় রেখে শিক্ষকদের শতভাগ বেতন সরকারি কোষাগার থেকে প্রদান সহ শত শত শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি করণের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে যুগান্তকারি পদক্ষেপ হাতে নিয়েছেন।
তাই আ.লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের সার্বিক উন্নয়ন সাধিত হয়। প্রকৌশলী জয় বলেন দেশে আজ খাদ্যের অভাব নাই, বিদ্যুতের উন্নয়ন হয়েছে, রাস্তা-ঘাট ব্রীজ, কাল-ভার্ট সহ অবকাঠামো গত ব্যাপক উন্নয়ন হয়েছে।
সোমবার দুপুরে চরগিরিশ হাই স্কুল মাঠে আমেনা মনসুর স্মৃতি সংসদ আয়োজিত মেধাবি ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী জয় উপরোক্ত কথাগুলো বলেন।
সংগঠনের সভাপতি জহুরুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কাজীপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক বকুল সরকার, এলজিইডির সিরাজগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, কাজীপুর উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া, সহকারি কমিশনার (ভূমি) আবদুল হামিদ রেজা, আ.লীগের সাধারন সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপসহকারি প্রকৌশলী আবুল কালাম আজাদ, সংগঠনের সাধারন সম্পাদক শাহিন আলম, বসুন্ধরা গ্রুপের ম্যানেজার স্টেট আমিনুল ইসলাম, সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে এমপি জয় প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে মনসুর নগরের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্থ ৮ হাজার সাতশ বিশ মিটার ক্ষতিগ্রস্থ পাকা রাস্তা, ইউপি ভবনের সংস্কার ও ব্রীজ-কালভার্ড এর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ