কাজীপুরে যুব সমাজের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি.



কাজীপুরের চরসিংড়াবাড়ি, সিংড়াবাড়ি, যুবসমাজের উদ্যোগে ঈদ পূনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আর আই এম ডিগ্রি কলেজ মাঠে দুপুর ২ টায় এই অনুষ্ঠানে নবিন – প্রবীণদের এক মিলনমেলায় পরিণত হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভা সংস্থার সভাপতি ও প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ঠ ঠিকাদার আব্দুস ছালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজীপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক বকুল সরকার, বিশেষ অতিথি হিসাবে কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, কাজীপুর থানা অফিসার্স ইনচার্জ সমীত কুমার কুন্ডু, গান্ধাইল ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম, অধ্যক্ষ আব্দুল মান্নান প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় আ,লীগ ও তার অংগ সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মি ও প্রচুর দর্শক, শ্রোতার সমাবেশ ঘটে। অনুষ্ঠানে স্থানীয় যমুনা বাউল একাডেমি, মূনলাইট কিন্ডারগার্টেনের শিল্পীগণ ও চ্যানেল আই এর মীম, সুবর্না, সিমু সঙ্গীত পরিবেশন করেন।

পরে বিশেষ আকর্ষণ হিসেবে কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম গান গেয়ে উপস্থিত দর্শক শ্রোতাদের মনোরঞ্জন করেন। অনুষ্ঠানে বগুড়ার নৃত্য শিল্পীগণ নৃত্য পরিবেশন করেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ