কাজীপুরে র‌্যাফেল ড্র’র প্যান্ডেল গুড়িয়ে দিল প্রশাসন

কাজীপুর প্রতিনিধি.


অবশেষে কাজীপুরের ঐতিহ্যবাহী সোনামুখী মেলায় র‌্যাফেল ড্র নামক জুয়ার আসর গুড়িয়ে দিল উপজেলা প্রশাসন। গত দুই সপ্তাহ ধরে আইন লঙ্ঘন করে দৈনিক সবুজ র‌্যাফেল ড্র খেলা চালিয়ে আসছিলো। আশপাশের গ্রামগুলোতে প্রায় দুইশটি প্রচার মাইকের সাহায্যে এর প্রচার চলতো। এতে করে সাধারণ মানুষের নিকট থেকে প্রতিদিন ১৫/১৬ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলো লটারি কর্তৃপক্ষ।

শনিবার সন্ধ্যার দিকে প্রথমে কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম এটি বন্ধের নির্দেশ দিয়ে বেলা তিনটা পর্যন্ত সময় বেধে দেন। কিন্তু নির্দিষ্ট সময় পরেও লটারির টিকেট বিক্রি চলতে থাকলে পরে তার নিদের্শে এসিল্যান্ড নাজমুল হামিদ রেজার নেতৃত্বে এক দল পুলিশ ঘটনার স্থলে গিয়ে দৈনিক সবুজ র‌্যাফেল ড্র’র যাত্রা প্যান্ডেল গুড়িয়ে দেয়। এসময় সাধারণ জনগণকে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে। সেইসাথে তারা মাসাধিককাল যাবৎ সোনামুখি সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠ দখল করে চলা কাঠের মেলা দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ