কাজীপুরে ১৫ টি মন্দিরে পূজা উৎসব ঘুরে দেখেন সাবেক এমপি জয়

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি.


প্রতিবছরের ন্যায় এবারও কাজীপুরে ১৫ টি মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ও শুক্রবার কাজীপুরের সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় এই পূজা উৎসব পরিদর্শন করেন।

শুক্রবার সন্ধ্যায় তিনি সোনামুখী শিখা সার্বজনীন দুর্গা মন্দিরে উপস্থিত পূজারী ও ভক্তবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এসময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ হিসেবে বিশ্বের দরবারে বাংলাদেশের উজ্জ্বল ভাবমূর্তির কথা তুলে ধরেন। কাজীপুর পূজা উদযাপন কমিটির সভাপতি উজ্জ্বল কুমার ভৌমিকের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপজেলা আ’লীগের সহসভাপতি নজরুল ইসলাম মাস্টার, যুগ্ন সম্পাদক ছাইদুল ইসলাম, আল আমিন, আমিনা মনসুর কলেজের অধ্যক্ষ ফরিদুল ইসলাম, যুবলীগ সাধারন সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন, ছাত্রলীগ সভাপতি শাহিন আলম, যুগ্ন সম্পাদক বিপ্লব সরকার, সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম, শিখা সার্বজনীন মন্দিরের সভাপতি রতন কর্মকার প্রমূখ বক্তব্য রাখেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ