কাজীপুরে ৩নং স্পারে ভয়াবহ ভাঙ্গন : ৫৭ পরিবার গৃহহীন


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

 

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি.



    কাজীপুরে যমুনা নদীর পানি পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২৯ সেমি. উপর দিয়ে বইছে। এর ফলে দেখা দিয়েছে ব্যাপক ভাঙন।

    গত রবিবার দিবাগত রাত সাড়ে ১২টায় কাজীপুর সদর ইউনিয়নের ৩ নং স্পার এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। সোমবার দুপুর ২ টায় ভাঙ্গন এলাকা মাছুয়াকান্দি ও ফকিরপাড়ায় গিয়ে মানুষের দুর্বিসহ অবস্থা দেখা গেছে। জানা গেছে, ভাঙন ধসের ফলে ৫৭ টি পরিবার তাদের বাড়িঘর সরিয়ে নিয়েছে।
    বিয়াড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম ধুনট বার্তাকে জানান, রাত সাড়ে ১২ টায় স্পারে অবস্থিত লোকজনের চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে এগিয়ে গিয়ে দেখতে পাই ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে। সাথে সাথে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড় করে বাড়িঘর সরাতে থাকি। এসময় মাত্র আধাঘন্টার ব্যবধানে শফিকুল, আলআমিন, আবুল হোসেন, শামছুল, রাজ্জাকসহ ৭ টি পরিবারের ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যায়। পরবর্তিতে স্থাণীয় লোকজনের সহায়তায় প্রায় ৫০ টি পরিবারের ঘরবাড়ি খুলে নিয়ে অন্যত্র রেখে দেয়া হয়েছে। লোকজনের দূর্দাশার কথা প্রশাসনকে অবগত করলেও চেয়ারম্যান ছাড়া আর কোন সরকারি লোকজন সোমবার দুপুর পর্যন্ত ঘটনাস্থলে যায়নি। এদিকে ভাঙ্গন রোধে কোন ব্যবস্থা না নেয়ায় ভাটিতে অবস্থিত খুদবান্দি, বুরুঙ্গি, সিংড়াবড়ি, মাছুয়াকান্দিতে লোকজনের মধ্যে ভাঙ্গন আতঙ্ক বিরাজ করছে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ