কাজীপুর প্রতিনিধি.
সিরাজগঞ্জের কাজীপুরে ৩রা নভেম্বর জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা, মিলাদ মাহ্ফিল, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও মরনোত্তর সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
কাজীপুর উপজেলা আ’লীগের আয়োজনে সকাল ১০ টায় সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়ের নেতৃত্বে বিশাল শোক র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালী শেষে দলীয় কার্যালয়ে আ’লীগ সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়। অন্যদের মধ্যে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, যুগ্ন সম্পাদক সাইদুল ইসলাম, পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল, যুবলীগ সভাপতি লুৎফর রহমান মুকুল, সাধারন সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন, ছাত্রলীগ সভাপতি শাহিন আলম, সম্পাদক আলী আসলাম প্রমূখ বক্তব্য রাখেন। পরে দোয়া শেষে মনসুর আলী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে প্রয়াত ১৫জন আ.লীগ নেতার পরিবারের হাতে মরনোত্তর সংবর্ধনা সম্মাননার ক্রেস্ট তুলে দেয়া হয়।
এর আগে উপজেলা আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ শহিদ ক্যাপ্টেন এম মনসুর আলীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

