Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি.
কাজীপুরে ৬ষ্ট শ্রেনীর এক ছাত্রীকে জোর পূর্বক বিয়ে করার অভিযোগ পাওয়া গেছে। কাজীপুর থানায় দেয়া অভিযোগ ও শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে,উপজেলার সোনামুখী ইউনিয়নের পরাণপুর গ্রামের শহিদুলের ছেলে স্থানীয় অন্যরকম বিদ্যানিকেতনের কম্পিউটার শিক্ষক জাহাঙ্গীর আলম (২৩) একই বিদ্যালয়ের এবং একই গ্রামের ৬ষ্ট শ্রেনীর ছাত্রী সুমাইয়া খাতুন ১১ কে সপ্তাহ খানেক আগে বিদ্যালয় থেকে অপহরন করে। পরে ওই ছাত্রীর ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করে।
বিষয়টি পরে জানা জানি হলে জাহাঙ্গীরের পরিবারের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের ভুয়া জন্ম সনদ তৈরী করে কাবিন করে। এ বিষয়ে সোনামুখী ইউনিয়নের সচীব ওই মেয়ের কোন জন্ম সনদ দেননি বলে জানায়।
এ বিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা এস আই পিয়ারুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যেহেতু মেয়েটি নাবালক কাজেই প্রথমত তাকে উদ্ধার করাই জরুরি হয়ে পড়েছে।