কাজীপুর প্রতিনিধি.
কাজীপুর উপজেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক ও চেইন মাস্টার খোকন সরকার (৪০) আর নেই। গত রবিবার দিবাগত রাতে তিনি নিজ বাড়ি সোনামুখীতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তিনি মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
সোমবার দুপুরে সোনামুখী ঈদগাহ মাঠে তার নামাযে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সিরাজগঞ্জ জেলা , কাজীপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা অংশ নেন। খোকনের মৃত্যুতে সিরাজগঞ্জ শহর বিএনপির সভাপতি নাজমুল হাসান রানা, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আনছার আলী, উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা, সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান রাশেদ কবির চান্দু, কাজীপুর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা আব্দুস সালাম প্রমূখ শোক জানিয়েছেন ।

