কাজীপুর সদর নিকাহ রেজিস্টারের লাইসেন্স বাতিল


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

কাজীপুর প্রতিনিধি.


বাল্য বিবাহ সম্পাদন নিষিদ্ধ থাকলেও আইন অমান্য করে বাল্য বিবাহের রেজিষ্টার সম্পাদন করার অভিযোগ প্রমানিত হওয়ায় কাজীপুর সদর ইউনিয়নের নিকাহ রেজিস্টারের লাইসেন্স বাতিল করা হয়েছে। সিরাজগঞ্জ জেলার ৪ জন নিকাহ রেজিষ্টারের সাথে তারটিও বাতিল করা হয়েছে।


    জেলা রেজিষ্টারের কার্যালয় সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ জেলার ৮৩টি ইউনিয়ন এবং ৬টি পৌরসভার সর্বমোট ১১৪ জন নিকাহ রেজিষ্টারের (কাজী) কর্মরত রয়েছেন। এদের মধ্যে ১১ জন হিন্দু ধর্মীয় বিবাহ রেজিষ্টার রয়েছেন। এদের মধ্যে গ্রামঞ্চলে কর্মরত নিকাহ রেজিষ্টারদের বিরুদ্ধে বাল্য বিবাহ রেজিষ্টার করার প্রবণতা বেশী। এক্ষেত্রে জাল কাগজপত্র ব্যবহার করা হয়। গত এক বছরের মধ্যে এরকম ৪ জন নিকাহ রেজিষ্টারের বিরুদ্ধে যথাযথ প্রমানাদি পাওয়ায় তাদের লাইসেন্স বাতিলের সুপারিশ করা হলে আইন মন্ত্রনালয়ে তাদের লাইসেন্স বাতিল করে দিয়েছেন।

    এরা হচ্ছেন কামমারখন্দর উপজেলার ৩ নং জামতৈল ইউনিয়নের মো: মোজাম্মেল হক এবং ৪ নং রায় দৌলতপুর ইউনিয়নের আব্দুল বারী, সদর উপজেলার ২ নং বাগবাটী ইউনিয়নের শহিদুল ইসলাম এবং কাজীপুর উপজেলার সদর ইউনিয়নের নজরুল ইসলাম। কাজীপুর সদর ইউপির এই কাজী চাকুরি করেন টাঙ্গাইল জেলায়। ফলে তার বই ব্যবহার করে দুই থেকে তিনজন নিকাহ রেজিস্ট্রি করায়।
    সিরাজগঞ্জ জেলা রেজিষ্টার মো: জসীম উদ্দিন ভুইয়া জানান, বাল্য বিবাহ রোধ করার জন্য নিকাহ রেজিষ্টারদের নিয়ে বার বৈঠকে উদ্বুদ্ধকরণ সভা এবং পত্র দিয়ে নিষেধ করা সত্বেও অনেক ক্ষেত্রে অনেকেই তারা না মানায় এই ব্যবস্থা নিয়েছে মন্ত্রনালয়।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ