কাজীপুর প্রতিনিধি.
কাজীপুর ইউনিয়ন পরিষদ হলরুমে‘ কাজীপুর সাহিত্য পরিষদ’ এর মাসিক সভা বিকেলে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি ও কৌমুদ পত্রিকার সম্পাদক রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় কার্যবিবরণী পাঠ করেন সাধারন সম্পাদক সাইফুল ইসলাম পলাশী।
সভায় আগামী দিনের কাজীপুর কেন্দ্রিক সাহিত্য ভাবনা বিষয়ক আলোচনায় অংশ নেন সংগঠনের অর্থ সম্পাদক কৃষিবিদ আব্দুর রাজ্জাক, কাজীপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও প্রভাষক আব্দুল জলিল, কবি রাশেদ রেহমান, কাজীপুর সচেতন নাগরিক সমাজের সভাপতি ফজলুল হক মনোয়ার, সাংগঠনিক সম্পাদক শফিক শাওন, কবি হোসনে আরা আরজু, আব্দুল্লাহ আল মামুন প্রমূখ। পরে স্বরচিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়।

