কাজ নগদ, ভোট বাঁকী

রওশন জাহান, নওগাঁ.

নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি আলহাজ্ব মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম বলেছেন, কাজ নগদ, ভোট বাঁকী। আওয়ামীলীগ সরকার সারাদেশে নগদ নগদ উন্নয়ন করছে। কিন্তু এর কোন বিনিময় নিচ্ছেনা। বিনিময়ের ভোট রাখছে বাঁকী। সাধারণ খেটে খাওয়া জনতা নিজেদের উন্নয়ন দেখে, নিজে থেকেই আবার নৌকা মার্কায় ভোট দিবে। তিনি বলেন, স্বাধীনতার পর ২১ বছর যেসব এলাকার মানুষ অবহেলিত ছিল, সেসব মানুষের দোড় গোড়ায় এখন উন্নয়ন পৌঁছে গেছে। স্বাধীনতার পর আওয়ামীলীগ ছাড়া কেউ দেশের উন্নয়ন করেনি। তাই দেশের উন্নয়ন চাইলে আবার শেখ হাসিনাকে জয়ী করতে হবে।
সোমবার দুপুরে তিনি তার নির্বাচনী এলাকা নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর গ্রামের অবহেলিত হিন্দু অধ্যুষিত চিনিপাড়ায় ১০৫টি বাড়ীতে বিদ্যুতের নতুন সংযোগ উদ্বোধন উপলক্ষে সেখানে ভীমপুর ২নং ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দানকালে কথাগুলো বলেন। এর আগে তিনি ওই গ্রামে নবনির্মিত একটি পাকা সড়ক উদ্বোধন করেন।
তিনি বলেন, এইগ্রামের মানুষ তার কাছে কিছু চাওয়ার আগেই তিনি গ্রামের রাস্তা পাকাকরণ করেছেন। এছাড়া গ্রামের শতভাগ বাড়ীতে বিদ্যুৎ সংযোগ দিয়েছেন। গ্রামের অন্য সমস্যাগুলোও সময়মত সমাধান করা হবে। এভাবে তিনি কাজ করেছেন নগদ। আর ভোট রাখছেন বাঁকী।
উল্লেখ্য, মহাদেবপুর থানা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম গত নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসাবে জয়লাভ করেন। দীর্ঘ সাড়ে ৩ বছর পর সম্প্রতি ১৪ সতন্ত্র এমপিকে সরকারী দলে ফিরিয়ে নেয়া হলে এমপি সেলিমও নিজ দলে ফেরেন। এর পরপরই এক সপ্তাহের বিদেশ সফর শেষে সোমবার তিনি এলাকায় পৌঁছলে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য দেখা দেয়।
এ সম্পর্কে তিনি বলেন, আমি আওয়ামীলীগে ছিলাম, আছি, থাকবো। আমাকে কখনোই দল থেকে বহি:ষ্কার করা হয়নি। বরং দলের গঠনতন্ত্রের ৪৬ (ক) ধারায় সাময়িকভাবে দলের বাইরে ছিলাম। গত সাড়ে ৩ বছর রাজপথে দলের উন্নয়নে এবং এলকার সাধারণ মানুষের উন্নয়নে নিয়োজিত থেকে পরীক্ষা দিয়েছি। তার আগে ৫ জানুয়ারী সাময়িক পরীক্ষা দিয়েছি। আর এখন টেষ্ট পরীক্ষায় এলাও হলাম। সামনের নির্বাচন হচ্ছে ফাইনাল পরীক্ষা। এ পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ নিয়ে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসাবে দেখার স্বপ্ন দেখছি। এজন্য দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাধারণ জনতার কাজ করতে হবে। তৃণমূল মানুষের মন জয় করেই আওয়ামীলীগ তাদের ভোট চাইবে।
ভীমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিবাষ চন্দ্র বর্ম্মণের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে অন্যদের মধ্যে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসান আলী মন্ডল, সহ-সভাপতি ময়েজ উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক হাসানুল হক স্বপন, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, এলাকাবাসী শ্রী পঞ্চানন দাস, আদিবাসী নেতা মহেশ্বর পাহান, সুমন, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি চৌমাসিয়া উপকেন্দ্রের উপ-সহকারী প্রকৌশল রওশন কবির বক্তব্য দেন। অন্যদের মধ্যে থানা আওয়ামীলীগ নেতা বাবু ঘোষ, সহকারী অধ্যাপক হাফিজুল হক বকুল, এমপি’র পিএস সাকিল আহমেদ, সুদেব চন্দ্র, ওই ওয়র্ডের ইউপি মেম্বার মাহফুজ আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ