কাপাসিয়ায় বাসচাপায় বৃদ্ধের মৃত্যু

নিউজ ডেস্ক.

গাজীপুরের কাপাসিয়ায় বাসচাপায় রফিকুল ইসলাম ফালু (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার রাওনাটেক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে রফিকুল ইসলাম ঢাকা-রানীগঞ্জ সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। এসময় রানীগঞ্জগামী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে একটি ক্লিনিকে ভর্তি করান। সেখানকার চিকিৎসকরা তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে রাত সাড়ে ৯টার দিকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
কাপাসিয়া থানার এসআই মনিরুজ্জামান খান জানান, নিহতের পরিবারের সদস্যদের‌ অনুরোধের প্রেক্ষিতে লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ