নিউজ ডেস্ক.
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি টেলিভিশন স্টেশনে ঢুকে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এতে কয়েকজন হতাহত হয়েছে বলে বিবিসি জানায়।
স্থানীয় সময় দুপুরের আগে কাবুলে পশতু ভাষার স্টেশন সামসাদ টিভির সদর দফতরে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হামলাকারীরা প্রথমে গ্রেনেড বিস্ফোরণ ঘটায় এবং পরে গুলি ছুড়তে ছুড়তে ভেতরে প্রবেশ করে।
ওই টেলিভিশন ভবন থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে পারা সাংবাদিক হাসমত ইসতাংজাই বিবিসিকে বলেন, ‘হামলাকারীরা এখনো ভেতরে রয়েছে এবং থেমে থেমে গুলির শব্দ পাওয়া যাচ্ছে। আমার সহকর্মীদের কেউ কেউ মারা গেছে, কয়েকজন আহত হয়েছে। আমি কোনোক্রমে বেরিয়ে আসতে পেরেছি।’
সামসাদ টিভির কার্যালয়ে ওই সময়ে শতাধিক কর্মী কাজ করছিলেন বলে ধারণা করা হচ্ছে।
হামলার সঙ্গে কে বা কারা জড়িত প্রাথমিক এ বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। তবে সম্প্রতি আফগানিস্তানের রাজধানীকে হামলার কেন্দ্রস্থল হিসেবে ব্যবহার করছে তালেবান ও ‘কথিত’ জঙ্গি গোষ্ঠী।

