কামারখন্দের বাগবাড়ি এনডিপি ভবনে কিশোরী ক্লাবের যাত্রা শুরু


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

আব্দুল হালিম লাভলু, সিরাজগঞ্জ থেকে.


সিরাজগঞ্জর শীর্ষস্থানীয় এনজিও ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম-এনডিপির প্রধান কার্যালয়ের দৃশ্যটা ছিল অন্যদিনের তুলনায় একটু আলাদা। দুপুর থেকেই বাসন্তী রংয়ের শাড়ী, নতুন জামা আর নানা সাজ পোষাকে আসতে শুরু করে নানা বয়সী কিশোরী মেয়েরা। এদেরই একজন কামারখন্দের বাগবাড়ি গ্রামের নাইমা সুলতানা (১৫) জানালো, আজ তাদের বহু আকাঙ্খিত রিজিয়া খানম স্মৃতি কিশোরী ক্লাব, স্বর্নালী কিশোরী ক্লাব ও বালুকোল উজ্জীবিত কিশোরী ক্লাবের উদ্বোধন হবে। একে একে অফিস প্রাঙ্গনে ভিড় করে নাইমার বয়সী বাগবাড়ি, লাহিড়িবাড়ি ও বালুকোল গ্রামের প্রায় তিনশ জন কিশোরী।

    দুপুর তিনটায় এনডিপি’র প্রধান কার্যালয়ে ঝাঐল ইউপি চেয়ারম্যান  আলতাফ হোসেনের সভাপতিতেত্বে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে রিজিয়া খানম স্মৃতি কিশোরী ক্লাব, স্বর্নালী কিশোরী ক্লাব ও বালুকোল উজ্জীবিত কিশোরী ক্লাবের শুভ উদ্বোধন করেন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আলাউদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিপির মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উপপরিচালক মোসলেম উদ্দিন আহমেদ, ঝাঐল ইউপি সদস্য মোঃ সেলিম উদ্দিন, অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক মোঃ খোরশেদ আলম প্রমুখ। দেশের গান, স্বরচিত কবিতা, নাটিকা, গজল পরিবেশনা দিয়ে চলতে থাকে সাংস্কৃতিক অনুষ্টান পর্ব। অনুষ্ঠানের শেষার্ধে ছিল বাগবাড়ি পুষ্টি গ্রাম গঠনের জন্য আমড়া, পেয়ারা সহ অন্যান্য ফলদ গাছের চারা বিতরণ।

    আয়োজকদের একজন মোসলেম উদ্দিন আহমেদ বলেন, কিশোরী ক্লাব গঠনের প্রধান উদ্যেশ্য বাল্যবিবাহ রোধ করা ও সুস্থ সবল জীবন গড়া। কার্যক্রমটি ২০১৪ সাল থেকে এনডিপি বাস্তবায়িত উজ্জীবিত প্রকল্পের সহায়তায় অনুষ্ঠিত হচ্ছে। এতে আর্থিক সহায়তা করছে ইউরোপিয়ান ইউনিয়ন ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

    অনুষ্ঠানে আগত কিশোরী সুরমি খাতুন বলেন, আমরা তিনটি গ্রামে কিশোরী দল গঠন করেছি। প্রতি মাসে আমাদের সাথে সভা হয়। একজন প্যারামেডিক আমাদের ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যা, আয়রণ সমৃদ্ধ খাবার, জীবন দক্ষতা, আবেগ নিয়ন্ত্রণ বিষয়ে ধারণা প্রদান করেন। আমরা বাল্য বিবাহ, যৌতুক, মোবাইল ফোনের ক্ষতিকর দিক, সাইবার বুলিং সম্পর্কে ধারণা পেয়েছি।

    হযরত আলী নামে একজন অভিভাবক বলেন, এনডিপি আমাদের নানাভাবে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছে। তবে আমাদের সন্তানদের জন্য সরাসরি কোন উদ্যোগ এটিই প্রথম। আলাউদ্দিন খানের নিজ গ্রাম বাগবাড়ি সহ আশেপাশের বালুকোল, লাহিড়ীবাড়ির মেয়েরা যেভাবে সুরক্ষা পাচ্ছে তা সত্যই অভিনব।

    আরেক জন অভিভাবক, শেফালী খাতুন বলেন, আমরা মায়েরা আমাদের মেয়েদের সাথে অনেক কিছুই খোলামেলাভাবে আলোচনা করতে পারিনা। এনডিপির এরকম উদ্যোগে আমাদের মেয়েদের পাশাপাশি আমরাও বিভিন্ন বিষয় জানতে পারছি। আমাদের মেয়েরা সুস্থ্য বিনোদনের সুযোগ সহ নিজ জীবন গঠনের দক্ষতা অর্জন করছে।

    আলাউদ্দিন খান বলেন, বাগবাড়ি আমার নিজের গ্রাম। আমি এই মাটির সন্তান। আমার অনেক দিনের স্বপ্ন আামার গ্রামকে আলোকিত গ্রাম, পুষ্টি গ্রাম হিসেবে গড়ে তুলবো। সেই প্রচেষ্টার একটি উদ্যোগ হলো আজকের কিশোরী ক্লাবের উদ্বোধন। মূলত সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘কিশোরী ক্লাব’ প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে আমার একরম ধারণা হয়।
    তিনি আরও বলেন, আমি চাই আমার গ্রাম ও আশেপাশের আরো কয়েকটি গ্রাম নারীর প্রতি সহিংসতা মুক্ত গ্রাম হবে। আজকের কিশোরীদের উদ্দেশ্যে শুধু এই টুকুই বলবো, তোমরা এনডিপির কিশোরী ক্লাব কার্যক্রম থেকে যে জ্ঞান লাভ করবে, তা ব্যক্তিগত জীবনে চর্চা করবে। তোমাদের মাঝে আমি স্বর্ণালী আগামীকে দেখতে পাই।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ