কালিগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক.

সাতক্ষীরার কালিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকার সিরাজতুল্লার ছেলে।
কালিগঞ্জ থানার ওসি লস্কার জায়েদুল হক জানান, সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আবুল কালাম নিহত হন। লাশটি উদ্ধার করা হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ