কাশিমপুর কারা কমপ্লেক্সে হেলিকপ্টার, আটক ৪


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.



    গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারা কমপ্লেক্সের ভেতর একটি হেলিকপ্টার অবতরণ করেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হেলিকপ্টারটি অবতরণের পর কপ্টারের আরোহী এক বাংলাদেশি নাগরিক, তার মালয়েশীয় স্ত্রী ও দুই সন্তানকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে কারাকর্তৃপক্ষ।

    কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেল সুপার সুব্রত কুমার বলেন, প্রবাসী ওই ব্যক্তির নাম বিল্লাল হোসেন। বাড়ি কুমিল্লার হোমনা এলাকায়। বিল্লাল জানান, পরিবারের সদস্যদের নিয়ে হেলিকপ্টার ভাড়া করে ঢাকা থেকে তিনি কোনাবাড়ী কুদ্দুসনগর এলাকায় বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। হেলিকপ্টারের চালক ভুল করে কারা কমপ্লেক্স স্কুলের মাঠে অবতরণ করেন।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, তাদের নামার কথা ছিল তিতাস ফ্যাক্টরিতে। কিন্তু পাইলট ভুল করে কারাগারের আরপি গেটের কাছে অবতরণ করেছে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ