কাহারোলে নৈশ্যকোচ-নসিমন সংঘর্ষে নিহত ৩


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

দিনাজপুর প্রতিনিধি.



    দিনাজপুরের কাহারোলে নৈশ্যকোচ ও নসিমন ভটভটি’র সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক।

    সোমবার রাত দেড়টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের কাহারোল উপজেলার বটতলী পীরের হাটের ডহন্ডা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

    কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী শীতাতাপ নৈশ্যকোচ হানিফ এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো-গ-১৪-৪৪৪১) এর সাথে বীরগঞ্জ উপজেলা থেকে বাড়ি’র অভিমূখে কাহারোলগামী একটি যাত্রী বোঝাই নসিমন ভটভটি’র মুখোমুখি সংঘর্ষ হয়।

    এতে ঘটনাস্থলে বৈশাকু (৬০) ও গকুল (৪৫) নামে দু’জন নিহত হয়। আহত হয় আরো ৬ জন। আহতদের দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুভ (৩২) নামে আরেকজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানান। আহতরা হলেন- রাধা কান্ত (৪৫), নৃপেন (৬৫), রাম প্রসাদ (৩৮), ইশু কান্ড (৪৫) ও রীরেন(৫৫)।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ