কিম ‘হত্যাচেষ্টা’ যুদ্ধ ঘোষণার শামিল: উ.কোরিয়া

নিউজ ডেস্ক.

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে হত্যার পরিকল্পনাকারীদের নির্মূলের অঙ্গীকার করেছে পিয়ংইয়ং। বৃহস্পতিবার জাতিসংঘে উত্তর কোরিয়ার স্থায়ী মিশন এক বিবৃতিতে এ অঙ্গীকার করে। সেখানে কিমের বিরুদ্ধে কথিত হত্যাচেষ্টাকে যুদ্ধ ঘোষণার শামিল বলে উল্লেখ করা হয়।
উত্তর কোরিয়ার অভিযোগ, কয়েকদিন আগে কিমের জন্মদিন উপলক্ষে রাজধানী পিয়ংইয়ংয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিষ প্রয়োগের মাধ্যমে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা তাকে হত্যার চেষ্টা চালায়।
বৃহস্পতিবারের বিবৃতিতে বলা হয়, ‘কোরিয়ান স্টাইলে’ দুই দেশের গোয়েন্দা সংস্থা ও ষড়যন্ত্রকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নির্মূল অভিযান চালানো হবে। মার্কিন ও দক্ষিণ কোরিয়ার ‘উন্মাদ’ গুপ্তরচরদের খুঁজে বের করা হবে বলেও জোরালো অঙ্গীকার ব্যক্ত করা হয়। উত্তর কোরিয়ার সন্ত্রাসবিরোধী তৎপরতার প্রতি জাতিসংঘ সদস্য দেশগুলোকে সমর্থন দেয়ার আহ্বান জানানো হয় বিবৃতিতে।
গত সপ্তাহে, উত্তর কোরিয়ার সংবাদ সংস্থা কেসিএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে উল্লেখ করা হয়, সিআইএ তেজস্ক্রিয় জৈব-রাসায়নিক পদার্থ বা বিষ ব্যবহার করে কিমকে হত্যার ষড়যন্ত্র করে। এজন্য ‘কিম’ নামের এক উত্তর কোরিয়ান নাগরিককে ভাড়াও করে। কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠান কিংবা মিলিটারি প্যারেডে অংশ নেয়ার সময় কিম জং-উনের ওপর বিষ প্রয়োগের পরিকল্পনা ছিল তাদের। ভয়ানক এই বিষ প্রয়োগের পর ছয় থেকে ১২ মাস পর্যন্ত কার্যকর থাকে।
বিবৃতিতে আরো বলা হয়, ‘কিম’ নামের লোকটিকে এই কাজের জন্য ২০ হাজার মার্কিন ডলার এবং একটি স্যাটেলাইট ট্রান্সমিটার রিসিভার দেয়া হয়েছিল। তবে কিভাবে এই ষড়যন্ত্র বানচাল করা হয় সে ব্যাপারে বিস্তারিত জানায়নি উত্তর কোরিয়া।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ