নিউজ ডেস্ক.

নব্য জেএমবির বর্তমান আমির আইয়ুব বাচ্চু ওরফে সজীবের স্ত্রী আরশাদী জাহান তিথিসহ ৩ নারী জঙ্গির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার দুপুরে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এমএম মোর্শেদ এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, সোমবার সকালে ভেড়ামারা থানার ওসি (তদন্ত) আননুর যায়েদ ৩ নারী জঙ্গিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে নেওয়া নারী জঙ্গিরা হলেন- নব্য জেএমবির বর্তমান আমির আইয়ুব বাচ্চু ওরফে সজীবের স্ত্রী আশরাদী জাহান তিথি ও নব্য জেএমবির সেকেন্ড ইন কমান্ড তালহার স্ত্রী সুমাইয়া ও ভেড়ামারা উপজেলার ঠাকুর দৌলতপুর এলাকার আরমানের স্ত্রী টলি আরা।
এর আগে রবিবার দুপুরে ভেড়ামারা থানার উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান বাদী হয়ে ওই ৩ নারী জঙ্গির বিরুদ্ধে মামলা করেন।
এদিকে বাড়ির মালিক জামায়াতের রোকন নাসিমা খাতুনকে রবিবার ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।
শনিবার গভীর রাতে কুষ্টিয়ার ভেড়ামারা শহরের বামনপাড়া এলাকার জঙ্গি আস্তানায় ‘টেপিড পাঞ্চ’ অপারেশন চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ও কুষ্টিয়া জেলা পুলিশ। ২২ ঘণ্টার অভিযান শেষে ওই দিন রাত ৯টার জঙ্গি আস্তানা থেকে তিন নারী জঙ্গিকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
এ সময় বাসার ভিতর থেকে ১০ কেজি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক দ্রব্য ছাড়াও উদ্ধার করা হয় দুটি সুইসাইডাল ভেস্ট, গানপাউডার, হাত বোমা ও একটি অত্যাধুনিক পিস্তল।
পুলিশ জানায়, কাউন্টার টেররিজমের একটি ইউনিটের তথ্যর ভিত্তিতে খবর পায় ভেড়ামারার তালতলা মসজিদের পাশে একটি বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১২টার দিকে শহরের তালতলা মসজিদের পাশে নাসিমা খাতুনের মালিকানাধীন বাড়িটি ঘিরে অবস্থান নেয় পুলিশ।
ভোর রাত পর্যন্ত বাড়িটি ঘিরে রাখে পুলিশ। পরে ভোর রাত ৪টার দিকে কাউন্টার টেররিজম ইউনিটের এডিসি আব্দুল মান্নানসহ কুষ্টিয়া ভেড়ামারা থানা পুলিশ, কুষ্টিয়া পুলিশ ও ডিবি পুলিশ যৌথভাবে অভিযান চালায়।
এ সময় এক নারী সুইসাইড ভেস্ট পরে পুলিশের ওপর হামলা চালানোর চেষ্টা করেন। পুলিশ সেটা বিস্ফোরণের আগেই তাকে ধরে ফেলে। পরে আরও দুই নারীকে আটক করা হয়।

