কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

নিউজ ডেস্ক.


জেলার মিরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল হক নামে একজন নিহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল ৮টায় উপজেলার ধলসা গ্রামে এ সংঘর্ষে হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় হাসেম মোহরী ও সর্দ্দার গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আব্দুল হক নামে সর্দ্দার গ্রুপের একজন নিহত হন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ