কৃষকের কল্যানে সরকারের ধারাবাহিকতা প্রয়োজন -এমপি হাবিব

আমিনুল ইসলাম শ্রাবণ.


বগুড়া- ৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, কৃষকের কল্যানে আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতা প্রয়োজন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কমমূল্যে কৃষি উপকরণ এবং ফসলের নায্যমূল্য পায় কৃষক। প্রাকৃতিক দূর্যোগে সরকার ভতুর্কি দিয়ে সহযোগিতা করে।

রোববার দুপুরে বগুড়ার ধুনট উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকের মাঝে প্রনোদনার বীজ সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার বগুড়ার উপপরিচালক (শষ্য) বাবুল কুমার সূত্রধর, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান।

আলোচনা সভা শেষে ৪৩০জন কৃষকের মাঝে বারি সরিষা বীজ ও সার বিতরণ করা হয়। এ কর্মসূচির আওতায় ধুনট উপজেলার ২হাজার ২৮০জন প্রনোদনা সহায়তা পাবে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ