চলমান আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাত্র এক ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছে সাকিব আল হাসানের। বৃহস্পতিবার দেশে ফিরবেন সাকিব। ফলে আজ রাইজিং পুনে সুপারজায়ান্টের বিপক্ষে ম্যাচটিই সাকিবের শেষ ম্যাচ। কলকাতার একাদশে নিজের শেষ ম্যাচে খেলবেন সাকিব?
আজ দেশে ফিরছেন মোস্তাফিজ। এর আগে নিজের শেষ ম্যাচ খেলা হলো না তারও। দশম আসরের ৪০তম ম্যাচে গতকাল সানরাইজার্স হায়দরাবাদ মুখোমুখি হয় দিল্লি ডেয়ারডেভিলস। ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে এক পরিবর্তন নিয়ে হায়দরাবাদ মাঠে নামলেও দেখা যায়নি ফিজকে।
আইপিএলে জড়িত থাকার কারণে দলের সঙ্গে ইংল্যান্ডে যাওয়া হয়নি মোস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসানের। স্ত্রী অসুস্থ থাকার কারণে হঠাৎ ইংল্যান্ড থেকে দেশে ফিরে আসেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ৫ মে ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বেন সাকিব। তার সঙ্গেই যাবেন মোস্তাফিজ ও টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
প্রসঙ্গত, সাকিব, মোস্তাফিজ এবং মাশরাফিকে ছাড়াই প্রথম প্রীতি ম্যাচে ডিউক অব নরফোকের মুখোমুখি হয় বাংলাদেশ। মুশফিকুর রহিমের নেতৃত্বে নরফোক একাদশের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৪৫ রান সংগ্রহ করে সফরকারীরা। অবশ্য বৃষ্টির বাগড়ায় ম্যাচটা পরিত্যক্ত হয়ে যায়।
দ্বিতীয় প্রীতি ম্যাচে ৫ মে সাসেক্স একাদশের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এরপর ইংল্যান্ডে ১০ দিনের ক্যাম্প শেষে ৭ মে ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে আয়ারল্যান্ডে যাবে বাংলাদেশ দল।