Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
বিনোদন ডেস্ক.
দীর্ঘ সময় ধরেই বলিউডের নতুন ছবিতে দেখা মিলছে না আমিশা প্যাটেলের। তবে সম্প্রতি নতুন ছবির কাজে আবারও ব্যস্ত হয়েছেন তিনি। ছবির নাম ‘দেশি ম্যাজিক’।
এটি পরিচালনা করছেন মিহুল এম আথা। আর ছবিটি প্রযোজনা করছেন খোদ আমিশা। তবে নতুন খবর হলো এ ছবিতে ব্যাপক খোলামেলা হয়ে পর্দায় আসছেন এ অভিনেত্রী। রগরগে বেশ কিছু দৃশ্যে দর্শক তাকে দেখতে পাবেন।
রোমান্টিক-কমেডি নির্ভর এ ছবির একটি গানের দৃশ্যের কাজ সম্প্রতি শেষ করেছেন আমিশা। চমকের বিষয় হলো এই গানে পুরোপুরি নগ্ন হয়ে ক্যামেরার সামনে এসেছেন তিনি। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। এই প্রথমবার তিনি পর্দায় এভাবে নগ্নভাবে ক্যামেরাবন্দি হলেন।
গানটির দৃশ্য গোপনভাবে ধারণ করা হয়েছে মুম্বাইয়ের একটি ফাইভ স্টার হোটেলের বাথটাবে। স্নানের দৃশ্য করতে গিয়েই আমিশা এমন নগ্ন হয়েছেন। ছবিটি নিয়ে এ অভিনেত্রী বলেন, এর আগে অনেক রূপেই আমাকে দেখেছেন দর্শক। এবার নয়া রুপে দেখবেন। অনেক কিছুই এখানে দেখাবো আমি। আর সেটাই হলো ছবির প্রধান চমক। তাই অপেক্ষায় থাকুন।