ক্ষমতার দাপট না দেখিয়ে বন্যার্তদের পাশে থাকুন: কাদের


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.



    বন্যার্তদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি শুধু বক্তব্য ছাড়া আর কিছুই দেবে না। আওয়ামী লীগ সরকার বন্যায় ত্রাণসহ সবরকম সহযোগিতা করে যাবে।

    আজ শুক্রবার দুপুরে দিনাজপুরের বিরল উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে একথা বলেন তিনি। এসময় তিনি আওয়ামী লীগ নেতা-কর্মীদের ক্ষমতার দাপট না দেখিয়ে বন্যার্তদের পাশে থাকার আহ্বান জানান।

    ওবায়দুল কাদের বলেন, শুধু বন্যাকালীন ত্রাণ বিতরণ নয়, যতদিন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুরোপুরি পুনর্বাসন না হবে, ততদিন পর্যন্ত সরকার আপনাদের পাশে থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের সব ক্ষতি পূরণ করে দেবেন। সব ক্ষতিগ্রস্ত মানুষকেই বন্যায় হারানো সম্পদ ফিরিয়ে দেবেন।

    ষোড়শ সংশোধনী সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ষোড়শ সংশোধনীর রায় না পড়েই বিএনপি লাফাচ্ছে। সেই রায় তাদের বিরুদ্ধেই গেছে। সেই রায়ে বলা আছে- জিয়াউর রহমান অবৈধ পন্থায় ক্ষমতায় এসেছিল। রায় তাদের বিরুদ্ধে যাওয়ার বিষয়টি বুঝতে পেরে এখন তারা নিশ্চুপ রয়েছে। তাদের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন এখন চুপসে গেছে।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি বলেছিলো- তারা ঈদের পর আন্দোলনে মাঠে নামবে। কিন্তু খালেদা জিয়ার আন্দোলন এখন লন্ডনের টেমস নদীর ধারে। এদেশের শান্তিকামী জনগণের কাছে তাদের সেই ধ্বংসাত্মক আন্দোলন আর চলবে না।

    দিনাজপুরের বিরল উপজেলার রঘুপুর উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী, সংসদ সদস্য শিবলী সাদিক, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় প্রমুখ।

    ওবায়দুল কাদের সেখানে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন ও তাদের খোঁজখবর নেন।

    দুপুরের পর সেতুমন্ত্রী দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ী নামক স্থানে ক্ষতিগ্রস্ত মহাসড়ক পরিদর্শন করেন এবং জরুরী ভিত্তিতে মহাসড়ক মেরামতের নির্দেশ দেন। এসময় উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ