Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
খাগড়াছড়ির পৃথক এলাকায় পাহাড় ধসে দুই সহোদরসহ ৩ শিশু নিহত হয়েছে। লক্ষ্মীছড়ি ও রামগড় উপজেলয় আজ রবিবার সকালে এ ঘটনা ঘটে।
লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ জানান, জতিন্দ্র কারবারীপাড়ায় সকাল ৭টার দিকে পাহাড় ধসে লিটন চাকমার (৭) মৃত্যু হয়।
এর আগে ভোরের দিকে রামগড়ের নাকাপা বুদুমছড়া এলাকায় পাহাড় ধসের এ ঘটনায় ২ ভাইয়ের মৃত্যু হয়।
নিহতরা হলো- ওই এলাকার গোলাম মোস্তাফার দুই ছেলে নূরনবী (১৪) ও নূর হোসেন (১০)।
স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, পাহাড় ধসে ঘর চাপা পড়ে ওই ২ ভাইরের মৃত্যু হয় বলে আমরা জানতে পেরেছি।
নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টির ফলে গত ১২ জুন রাত থেকে ১৪ জুন সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে পাহাড়ি ঢল ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম ও কক্সবাজারে শনিবার পর্যন্ত ১৫৯ জনের লাশ উদ্ধারের তথ্য জানায় স্থানীয় প্রশাসন।
খাগড়াছড়িতে পাহাড় ধসের নতুন ঘটনার পর নিহতের সংখ্যা ১৬২ হলো।