খালেদা জিয়ার ৩ মামলার কার্যক্রম স্থগিত

নিউজ ডেস্ক.

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যাত্রাবাড়ী ও দারুসসালাম থানার দায়ের করা নাশকতার ৩টি মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।
বিচারপতি মো. মিফতা উদ্দিন চৌধুরী ও বিচারপতি কে এনএম বশিরুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।
পরে মনিরুজ্জামান কবির বলেন, এই তিন মামলাতেই পুলিশ খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। পরে আদালত ওই অভিযোগপত্র আমলে নেন। ওই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করলে আজ এই ৩ মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট।
মনিরুজ্জামান কবির আরো বলেন, এর আগে একই আদালত থেকে খালেদা জিয়ার বিরুদ্ধে করা অন্য ৬টি মামলার ওপর স্থগিতাদেশ দেওয়া হয়। ওই স্থগিতাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে আপিল করা হয়েছে।
আজ যে ৩টি মামলায় স্থগিতাদেশ হয়েছে, তার বিরুদ্ধেও শিগগিরই আপিল করা হবে বলে তিনি জানান।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ