গণধর্ষণের দায়ে দু’জনের যাবজ্জীবন

নিউজ ডেস্ক.

যশোরের অভয়নগর উপজেলার ভাটপাড়া গ্রামের এক নারীকে গণধর্ষণের দায়ে দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।
সাজাপ্রাপ্ত আসামিরা হলো- অভয়নগর গ্রামের ওহাব গাজীর ছেলে জব্বার গাজী ও বানিপুর গ্রামের আরশাদ আলী শেখের ছেলে নজরুল ইসলাম শেখ।
সোমবার বিকেলে যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাব্যুনালের বিচারক অমিত কুমার দে এ সাজা দেন। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ পিপি ইদ্রিস আলী। তিনি রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ১৩ এপ্রিল ভাটপাড়া গ্রামের ওই নারীকে অভয়নগর গ্রামের ইব্বাত আলীর বাগানে গণধর্ষণ করে নজরুল ও জব্বার। স্থানীয়ভাবে মীমাংসায় ব্যর্থ হয়ে ২৯ এপ্রিল ওই নারীর মা অভয়নগর থানায় গণধর্ষণের অভিযোগে মামলা করেন।
তদন্ত শেষে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় নজরুল ও জব্বারকে অভিযুক্ত করে ওই বছর ২৬ মে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই বাহাউদ্দিন। দীর্ঘ স্বাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সাজাপ্রাপ্ত নজরুল ও জব্বার কারাগারে আটক রয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ