ক্রীড়া ডেস্ক.

ম্যান্ডি মিনেলার কাছে হেরে গেলেন সেরেনা উইলিয়ামস! অনাগত সন্তানের সুস্থতার কথা ভেবে টেনিসের সবচে’ মর্যাদাকর গ্র্যান্ডস্ল্যাম উইম্বলডন বয়কট করেছেন সেরেনা। তবে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও এ টুর্নামেন্টে একক ও দ্বৈতে লড়ছেন ম্যান্ডি।
অবশ্য লড়াইয়ে ভালো শুরু আনতে পারেননি তিনি। নারী এককে প্রথম রাউন্ডেই হেরে গেছেন। ফরাসি তারকা ফ্রান্সেস্কা শিয়াভনের কাছে ৬-১ ও ৬-১ সেটে হেরেছেন বিশ্ব টেনিসে ৮২ নম্বর র্যাংকিংধারী।
কোর্টে ঢিলেঢালা পোশাক পরে প্রতিপক্ষের সঙ্গে লড়েন ম্যান্ডি। এ দেখেই কানাঘুষা শুরু হয়। তবে তখনো কেউ জানতো না কি চ্যালেঞ্জই না গ্রহণ করেছেন তিনি। অবশ্য ম্যাচ শেষে নিজেই সবার কৌতূহল নিবারণ করেন লুক্সেমবার্গ কন্যা।
৩১ বছরের টেনিস তারকা জানান, আমি সাড়ে চার মাসের অন্তঃসত্ত্বা। এ মৌসুমে উইম্বলডনই আমার শেষ টুর্নামেন্ট। বছরের শেষদিকেই আমার কোলজুড়ে সন্তান আসবে।
শুধু এককেই না, দ্বৈতেও লড়ছেন ম্যান্ডি। এতে তিনি এনাস্তেসিয়া সেভেস্তোভার সঙ্গে জুটি বেঁধে লড়বেন। প্রথম রাউন্ডে তাদের প্রতিপক্ষ লিপেক সোয়লু ও ভরতছায়া ভংতিয়ানচাই জুটি।

