গাইবান্ধায় বিএনপির সদস্য সংগ্রহ অভিযান শুরু


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

গাইবান্ধা প্রতিনিধি.



    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্দেশে গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে রোববার পুরাতন সদস্যদের সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিক।

    এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, সাবেক এমপি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সাইফুল আলম সাজা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, গাইবান্ধা শহর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক এমপি অধ্যক্ষ আব্দুল মান্নান মন্ডল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান নাদিম।

    এছাড়া সাবেক নতোদের মধ্যে ছিলেন, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, আব্দুল মোন্নাফ আলমগীর, অ্যাড. সেকেন্দার আজম আনাম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, গাইবান্ধা শহর বিএনপির সাবেক সাবেক সভাপতি রেজাউল করিম, জেলা কৃষক দলের সভাপতি ইলিয়াস হোসেন, মুক্তিযোদ্ধা মজিবুল হক ছানা প্রমুখ।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ