গাইবান্ধা প্রতিনিধি.

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বজরা কঞ্চিবাড়ি গ্রামে বন্যার পানিতে ডুবে সিফাত মিয়া ও সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের আরাজি তরফ কামাল গ্রামে সাঈদের মৃত্যু হয়।
এছাড়া গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পিয়ারাপুর গ্রামে মজিদা বেগম (৫১) নামে এক গৃহবধূ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার এসব ঘটনা ঘটে।
সিফাত সুন্দরগঞ্জ উপজেলার বজরা কঞ্চিবাড়ি গ্রামের জান্নাত আলীর ছেলে, সাঈদ সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের আরাজি তরফ কামাল গ্রামের হেলাল মিয়ার ছেলে ও মজিদা সদর উপজেলার পিয়ারাপুর গ্রামের মমতাজ আলীর স্ত্রী।
রসুলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

