গাড়ির মালিকের বাড়ির সামনে জব্দ মার্সিডিজ বেঞ্জ

নিউজ ডেস্ক.

রাজধানীর মহাখালী ডিওএইচএস আবাসিক এলাকা থেকে বিলাসবহুল গাড়ি জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে মার্সিডিজ বেঞ্জ ব্র্যান্ডের গাড়িটি জব্দ করা হয়। বিষয়টি জানিয়েছেন শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক ফেরদৌসী মাহবুব।
শুল্ক গোয়েন্দা জানায়, এ বিষয়ে গাড়িটির এরিক মোরশেদ নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি স্বীকার করেছেন এটি তাঁর গাড়ি। গাড়িটির মূল্য প্রায় দুই কোটি টাকা। আমদানির সময় শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে কি না, সেই বিষয়ে আরো অনুসন্ধান করে গাড়ির মালিককে গ্রেপ্তারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তা ফেরদৌসী মাহবুব জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার দল মহাখালী ডিওএইচএসের রোড ১৯ সি-এর ২৮৮ নম্বর বাড়ির সামনে পার্ক করা গাড়িটি পায়।
ফেরদৌসী মাহবুব জানান, প্রাথমিক তথ্যে জানা যায়, ওই বাড়িটির মালিক এস কে আবু বাকের। তাঁরই ছেলে এরিক মোরশেদ। গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্টো ঘ ১৪-৪৭২৭। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে যোগাযোগে জানা যায় এই নম্বরটি ভুয়া।
সম্প্রতি রাজধানীর হাতিরঝিল থেকে পরিত্যক্ত অবস্থায় বিলাসবহুল একটি গাড়ি জব্দ করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ