শেরপুর (বগুড়া) প্রতিনিধি.
গুড লাইফ ফিটনেস সেন্টার কৃর্তক আয়োজিত নাইট প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। 
শুক্রবার রাত্রি ৯.৩০ মিঃ মহিপুর বিবিটি ভাটা মাঠে লাল দল বনাম সবুজ দলের নাইট প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন করেন, সাবেক সার্জেন আশরাফ আলী হিরা।
এ সময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নির্বাচন অফিসার মোঃ জাহিদুর রহমান জাহিদ, এ্যাড. গোলাম সারোয়ার উলকা, শজিমেক ডাঃ মোঃ সামিউল হক, এবিসি চক্ষু হাসপাতালে কর্মরত মোঃ সোহেল রানা, এহসানুর রাব্বী বাবু, সামিট স্কুল এন্ড কলেজের প্রভাষক সাইফুল ইসলাম লিপু, হারুনর রশিদ কামাল, সাংবাদিক আব্দুল ওয়াদুদ, আনিস, প্রমূখ। খেলায় লাল দল কে ০-১ গোলে পরাজিত করে নীল দল বিজয়ী হয়।

