নাটোর প্রতিনিধি.

নাটোরের গুরুদাসপুর পৌরসভার ২০১৭-১৮ অর্থ বছরে ১৮ কোটি ৪৯ লাখ ৩৫ হাজার টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসভার সম্মেলন কক্ষে মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা এই বাজেট ঘোষণা করেন।
এতে রাজস্ব খাতে আয় দেখানো হয়েছে ৪ কোটি ৪৯ লাখ ৬৫ হাজার ১৪৯ টাকা এবং ব্যয় দেখানো হয়েছে ৪ কোটি ৪৭ লাখ ৩৭ হাজার ৪৭৮ টাকা। বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে ২ লাখ ২৭ হাজার ৬৭১ টাকা। উন্নয়ন খাতে আয় ও ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ১৭ লাখ ৮৯ হাজার ৯৩৬ টাকা।
এসময় পৌর সচিব হাফসা শারমীন, হিসাবরক্ষণ কর্মকর্তা সাঈদ শাহরিয়ার আব্বাসী, প্যানেল মেয়র রুনা খাতুন, কাউন্সিলর মজিবর রহমান, একরামুল হক, আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

