গুয়ামে হামলা সময়ের ব্যাপার মাত্র : উ. কোরিয়া

নিউজ ডেস্ক.


মার্কিন দ্বীপ গুয়ামের পার্শ্ববর্তী অঞ্চলে কয়েকদিনের মধ্যে চারটি মিসাইল নিক্ষেপের পরিকল্পনা করেছে উত্তর কোরিয়া।

বৃহস্পতিবার এ ঘোষণা দিয়ে উ. কোরিয়ার কর্তৃপক্ষ জানায়, ওই অঞ্চলে হামলা চালানো এখন সময়ের ব্যাপার মাত্র।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানায়, কিম জং-উন যদি পরিকল্পনাটি চূড়ান্ত করেন তবেই পরমাণু বোমা বহনে সক্ষম আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হোয়াসং-১২ রকেট নিক্ষেপ করা হবে।

আন্তমহাদেশীয় ওই ক্ষেপণাস্ত্র সমতল ও সাগর পাড়ি দিয়ে জাপানের হিরোশিমার ওপর দিয়ে যেয়ে গুয়ামের ৩০ কিলোমিটার (১৭মাইল) নিকটে আঘাত হানবে। ক্ষেপণাস্ত্রটি গুয়ামে পৌঁছতে ১০৬৫ সেকেন্ডের মধ্যে ৩৩৫৬.৭ কিলোমিটার পাড়ি দেবে।

উ. কোরিয়ার বিরুদ্ধে ট্রাম্পের হুমকিকে ‘অর্থহীন প্রলাপ’ বলে উল্লেখ কেরে কোরীয় গণমুক্তি ফৌজ (কেপিএ)-এর কমান্ডার জেনারেল কিম রাক-গিওম বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তিজ্ঞান হারিয়ে ফেলেছেন। একমাত্র প্রচণ্ড বলপ্রয়োগই তাকে ঠিক করতে পারবে।

উল্লেখ্য, গুয়ামে পরমাণু বোমা বহনে সক্ষম মার্কিন কৌশলগত বিমানঘাঁটিসহ হাজার হাজার মার্কিন সেনা রয়েছে। সূত্র : বিবিসি

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ