গোপালগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৬

নিউজ ডেস্ক.


গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বরাশুর এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। আজ শনিবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাকারিয়া হোসেন বলেন, সেবা গ্রিন লাইনের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে পিরোজপুরের দিকে যাচ্ছিল। ভোর সাড়ে ৫টার দিকে মহাসড়কে ঢাকাগামী সিমেন্টবোঝাই বাসের সঙ্গে ওই বাসটির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়।

আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ