গোপালনগর ইউনিয়ন কল্যাণ ট্রাস্টের কমিটি গঠন


বগুড়ার ধুনট উপজেলায় গোপালনগর ইউনিয়ন কল্যাণ ট্রাস্টের ৩০ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদে নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার দুপুরের দিকে গোপালনগর তিনমাথা এলাকায় ট্রাস্টের কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে ট্রাস্টের প্রধান পৃষ্টপোষক বায়েজিদ বোস্তামিকে সভাপতি, এম.এ.আর সনেটকে সহসভাপতি ও হাবিবুল বাশারকে সাধারণ সম্পাদক করে ৩০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ, হানিফউজ্জামান হানিফ, সাংগঠনিক সম্পাদক রাজিব মাহমুদ, আমিনুল ইসলাম হৃদয়, রবিউল করিম, সহসাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম রাসেল, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম অর্থ সম্পাদক জসিম উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক জুয়েল রানা, যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক আশরাফুল আলম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আল-আমিন, যুগ্ম স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবিহা সুুলতানা, ত্রান বিষয়ক সম্পাদক মিরাজুল ইসলাম, যুগ্ম ত্রান বিষয়ক সম্পাদক শামীম রেজা, প্রচার সম্পাদক ওয়াসিম আকরাম, যুগ্ম প্রচার সম্পাদক রবিউল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আবু হাশেম, পরিবেশ বিষয়ক সম্পাদক শামীম রেজা, যুগ্ম পরিবেশ বিষয়ক সম্পাদক ওমর ফারুক সুজন, মহিলা বিষয়ক সম্পাদক নাবিলা তাবাচ্ছুম, সদস্য সচিব কাওছার আহমেদ, দপ্তর সম্পাদক সুজন মিয়া, যুগ্ম দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম, সদস্য আসিফ শুভ, রাজিয়া সুলতানা রিপা, মেহেদী হাসান ও ইউসুফ খান।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ