গোপালপুরে অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন

সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি.

অটিজম এবং নিওরোডেভলোপমেন্টাল ডিজঅর্ডার বিষয়ক বাংলাদেশ ন্যাশনাল এডভাইজারি কমিটির চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এর নামানুসারে টাঙ্গাইলের গোপালপুরে আজগড়া সায়মা ওয়াজেদ পুতুল অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার বিকালে হাদিরা ইউনিয়নের আজগড়া গ্রামে প্রতিষ্ঠান প্রাঙ্গণে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে গোপালপুর উপজেলা চেয়ারম্যান মো. ইউনূছ ইসলাম তালুকদার ঠান্ডু প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন।
হাদিরা ইউনিয়ন আওয়ামীলীগ ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি মো. আমিনুল ইসলাম তালুকদার নিক্সন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্মাট বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর গাউছুল আজম শিমু ও গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আল মামুন প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের কাজিপুর আলহাজ্জ ফরহাদ আলী ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, নগদা শিমলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলম (মাস্টার), আজগড়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমীন, সহকারি শিক্ষক একরামুল হক, ইউপি সদস্য রেজাউল করিম ও জাহাঙ্গীর হোসেন, স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও ফজলুল হকসহ উক্ত অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের ৬০ জন প্রতিবন্ধী শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ