গ্রানাডাকে উড়িয়ে বার্সাকে ফের ধরে ফেলল রিয়াল

ক্রীড়া ডেস্ক.

ইনজুরির কারণে রিয়াল মাদ্রিদ শিবিরের বাইরে রয়েছেন গ্যারেথ বেল। চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত হ্যাটট্রিকের পর দলের সেরা তারকা রোনালদোকে বিশ্রামে রেখেছেন কোচ জিনেদিন জিদান।
সেই সঙ্গে দলে থাকলেও রিয়ালের নিয়মিত একাদশের বাইরে ছিলেন আক্রমণের আরেক সেনানি করিম বেনজেমা। তবে তাদের ছাড়াই গতকাল অবনমনে চলে যাওয়া গ্রানাডাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে জেমস রদ্রিগেজ ও আলভারো মোরাতারা।
গ্রানাডার বিপক্ষে গতকাল রাতে রিয়ালের জয়ে দুটি করে গোল করেন রদ্রিগেজ ও আলভারো মোরাতা। তাদের গোলে জয় নিয়ে লা লিগা টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনাকে ফের ছুঁয়ে ফেলেছে রিয়াল।
লা লিগায় একই দিনে খেলতে নেমে ভিয়ারিয়ালের বিপক্ষে জয়ে পয়েন্ট ব্যাবধানে এগিয়ে গিয়েছিল লুইস এনরিকের দল। কিন্তু গ্রানাডার বিপক্ষে জয়ে ব্যবধান আগের মতোই করে ফেলে লস ব্লাঙ্কোসরা।
গ্রানাডাকে উড়িয়ে বার্সাকে ফের ধরে ফেলল রিয়াল
ম্যাচের তৃতীয় মিনিটে প্রথম গোলটিতে বড় কৃতিত্ব লুকাস ভাসকেসের। ডান দিক থেকে এই স্প্যানিশ ফরোয়ার্ডের গোলমুখে বাড়ানো নিচু ক্রস রদ্রিগেসের পায়ে লেগে জালে ঢুকে যায়। ৮ মিনিট পর বাঁ দিক থেকে পর্তুগালের ফাবিও কোয়েন্ত্রাওয়ের ক্রসে জোরালো হেডে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন কলম্বিয়ার এই মিডফিল্ডার।
কিছুক্ষণ পর ৪ মিনিটের ব্যবধানে দুই গোল করেন মোরাতা। সেই সঙ্গে নিয়মিত প্রথম একাদশে জায়গা পাওয়ার দাবিটাও আরেকবার জানিয়ে রাখেন স্পেনের এই স্ট্রাইকার। ৩০তম মিনিটে বাইলাইন থেকে দানিলোর কাটব্যাক পেয়ে জোরালো শটে বল জালে জড়ান মোরাতা। জায়গা থেকে নড়ার সুযোগই পাননি গোলরক্ষক ওচোয়া। একক নৈপুণ্যে দলের চতুর্থ গোলটি করেন মোরাতা; ডি-বক্সের মধ্যে বাঁ-দিকে এক জনকে কাটিয়ে জোরালো কোনাকুনি শটে চলতি লিগে নিজের ১৫তম গোলটি করেন তিনি।
গ্রানাডাকে উড়িয়ে বার্সাকে ফের ধরে ফেলল রিয়াল
বিরতির আগের ৩ মিনিটে সহজ দুটি সুযোগ নষ্ট হয় অতিথিদের। ভাসকেসের জোরালো কোনাকুনি শট গোলরক্ষককে পরাস্ত করলেও ক্রসবারে লাগে আর ফাঁকা জালে বল পাঠাতে ব্যর্থ হন কাসেমিরো।
দ্বিতীয়ার্ধেও একচেটিয়া আক্রমণ করে যাওয়া রিয়াল ৬০তম মিনিটে ব্যবধান আরও বাড়াতে পারতো; কিন্তু দানিলোর নিচু শট পোস্টে লাগে। ৪ মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে ভাসকেসের জোরালো শট বাঁ-দিকে ঝাঁপিয়ে ঠেকান ওচোয়া। বাকি সময়ে সার্জিও রামোস, মোরাতা ও বদলি নামা বেনজেমা আরো কিছু সহজ সুযোগ নষ্ট না করলে ব্যবধান হতে পারত অনেক বড়।
গ্রানাডাকে উড়িয়ে বার্সাকে ফের ধরে ফেলল রিয়াল
ক্যাম্প ন্যুয়ে ‘এমএসএন’ ত্রয়ীর নৈপুণ্যে ভিয়ারিয়ালকে ৪-১ গোলে হারানো লুইস এনরিকের দলের পয়েন্ট ৩৬ ম্যাচে ৮৪। এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্টও সমান ৮৪। তবে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে দ্বিতীয় স্থানে তারা।
শিরোপা ভাগ্য অবশ্য রিয়ালের হাতেই; সেভিয়া, সেল্তা ভিগো ও মালাগার বিপক্ষে নিজেদের বাকি ৩ ম্যাচে ৭ পয়েন্ট পেলেই ২০১২ সালের পর আবার লা লিগার শিরোপা জিতবে মাদ্রিদের ক্লাবটি। শিরোপাধারী বার্সেলোনার শেষ দুই প্রতিপক্ষ লাস পালমাস ও এইবার।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ