গ্রামীণ ইউনিক্লোর নতুন কালেকশন


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

স্টাফ রিপোর্টার.


পোশাকই ফুটিয়ে তোলে একজন মানুষের ব্যক্তিত্বকে। আরামদায়ক ও স্টাইলিশ পোশাক আত্মবিশ্বাস ও কাজের গতি বাড়িয়ে দিতে সাহায্য করে।

    গ্রামীণ ইউনিক্লো আরামদায়ক পোশাকের সাথে স্টাইলকে মাথায় রেখে নিয়ে এসেছে নতুন কালেকশন। এই পোশাকগুলো একদিকে যেমন সময়োপযোগি স্টাইলের সাথে মানিয়ে যায় ঠিক তেমনি ব্যবহারেও আরামদায়ক।
    ছেলেদের জন্য রয়েছে ড্রাই ইজি কেয়ার শার্ট যা ঘামে দ্রুত শুকিয়ে যায় এবং ধোয়ার পরে দ্রুত ও সহজে আয়রণ করা যায়। রয়েছে ড্রাই পোলো শার্ট যা ক্যাজুয়াল পরিবেশে ব্যবহার উপযোগি ও দ্রুত শুকানোর প্রযুক্তি ব্যবহৃত। ছেলেদের ড্রাই ইজি কেয়ার শার্ট পাওয়া যাবে-১৮৯০ টাকায় এবং ড্রাই পোলো শার্ট: ৯৯০ টাকায়। এছাড়াও রয়েছে স্ট্রেচ ফাংশনযুক্ত ও ফিট প্যাটার্ণের বিভিন্ন প্যান্টস যা ১৫৯০ থেকে ১৬৯০ টাকার মধ্যে পাওয়া যাবে।
    মেয়েদের জন্য বিভিন্ন ক্যাজুয়াল কালেকশন ও আরামদায়ক কামিজ যা একদিকে স্টাইলিশ ও যে কোন পরিবেশে ব্যবহার উপযোগি। মেয়েদের ক্যাজুয়াল ড্রেস গুলো পাচ্ছেন ১১৯০ থেকে ১২৯০ টাকায় এবং কামিজ মিলবে ১৬৯০ টাকায়।
    নতুন এ কালেকশনগুলো যাওয়া যাবে গ্রামীণ ইউনিক্লো এর ১৩ টি শাখায়। আরও জানতে লগ ইন করুন: যঃঃঢ়://িি.িভধপবনড়ড়শ.পড়স/মৎ ধসববহঁহরয়ষড় এবং www.grameenuniqlo.com.bd

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ