ঘোষনা দিয়েও নির্বাচনে অংশ নিচ্ছেন না এমপিপুত্র !


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ আসনে (শেরপুর-ধুনট) স্বতস্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষনা দিয়েছিলেন প্রকৌশলী মুহম্মদ আসিফ ইকবাল সনি। কিন্তু শেষ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ বা দাখিল করেননি তিনি। এরআগে ২৮ নভেম্বর বিকেলে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের একাংশের নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্খিদের নিয়ে এক সভায় তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষনা দেন। আসিফ ইকবাল সনি বগুড়া-৫ আসনের বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমানের ছেলে এবং ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

    আলহাজ্ব হাবিবর রহমান ২০০৮ সালের নির্বাচনে প্রথমবার আওয়ামী লীগের মনোনয়ন লাভ করেন। ওই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হোন সাবেক এই পুলিশ কর্মকর্তা। এরপরের দুটি নির্বাচনেও তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর একমাত্র পুত্র মুহম্মদ আসিফ ইকবাল সনি একজন মেরিন ইঞ্জিনিয়ার। বাবা সংসদ সদস্য হবার পর তিনি স্বেচ্ছায় চাকুরী থেকে অবসর নিয়ে রাজনীতিতে অংশ নেন। দলীয় কর্মকান্ডে তিনি সরব হয়ে ওঠেন এবং নেতৃত্ব দিয়ে আসছিলেন। সর্বশেষ গত বছর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হোন আসিফ ইকবাল সনি।

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশীল ঘোষনার পর আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করেন সাংসদ হাবিবর রহমান। কিন্তু এই নির্বাচনে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। এতে সাংসদ ও তাঁরপুত্রের অনুসারী আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থকদের মাঝে হতাশা দেখা দেয়। এ অবস্থায় গত ২৮ নভেম্বর বিকেলে ধুনট প্লাজায় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে এক জরুরী সভা আহবান করেন এমপিপুত্র আসিফ ইকবাল সনি।

    ওই সভায় বক্তৃতাকালে আসিফ ইকবাল সনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর অংশগ্রহনমুলক নিশ্চিত করতে বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় মনোনয়নের বাহিরে স্বতন্ত্র প্রার্থী হবার সুযোগ দিয়েছে। নির্বাচনকে প্রাণবন্ত করতে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবো। আমি আপনাদের সকলের সহযোগীতা নিয়ে অংশগ্রহনমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই।

    তফশীল অনুযায়ী আজ ৩০ নভেম্বর ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে আসিফ ইকবাল সনি মনোনয়নপত্র সংগ্রহ বা দাখিল করেননি।

    জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনায় শুরুতে দলীয় নেতাদের স্বতন্ত্র প্রার্থী হবার ক্ষেত্রে বিধিনিষেধ ছিলো না। কিন্তু পরবর্তিতে মনোনয়ন প্রত্যাশী ও তাঁদের পরিবারের সদস্যদের স্বতন্ত্র প্রার্থী না হবার নির্দেশনা দেয় কেন্দ্র। কেন্দ্রীয় এই নির্দেশনা মেনেই নির্বাচনে অংশ গ্রহনের ঘোষনা দিলেও মনোনয়নপত্র সংগ্রহ বা দাখিল করেননি আসিফ ইকবাল সনি। দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করে নির্বাচনে অংশগ্রহনের ঘোষনা থেকে সরে দাঁড়িয়েছেন এই নেতা। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নৌকার বিজয়ের লক্ষ্যে কাজ করবেন তিনি।

      অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ