চঞ্চল-তিশার ‘মানি ইজ প্রোবলেম’

নিউজ ডেস্ক.

চঞ্চল চৌধুরী বিশাল সম্পত্তির মালিক। কিন্তু এই সম্পদ এক সময় তার কাছে অর্থহীন মনে হয়। ‘মানি ইজ প্রোবলেম’ নাটকে এমনই এক চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জনপ্রিয় পরিচালক মাসুদ সেজান।
নাটকে চঞ্চল চৌধুরী ছাড়াও আরো অভিনয় করেছেন তিশা, ডা. এজাজ, শামীমা নাজনীন, মিশু সাব্বির, রিফাত চৌধুরী, মুনিয়া ইসলাম প্রমুখ।
নাটকটি প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘নাটকটির গল্প বেশ আধুনিক। আমাদের সমাজে কেউ ভালো কিছু করলে এটা অনেকেই মানতে চান না। এই নাটকের গল্পে দেখা যাবে আমি আর মিশু সাব্বির দুই ভাই। আমাদের শিল্পপতি বাবা মারা যাওয়ার পর তাঁর সম্পত্তি নিয়ে আমাদের দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। আমার ভাই চায় সম্পত্তি ধরে রাখতে।
অন্যদিকে আমি চাই অতিরিক্ত টাকা গরিবদের মধ্যে বিলিয়ে দিতে। এভাবে এগিয়ে যেতে থাকে নাটকের গল্প। পুরো নাটক হাস্যরসের মধ্য দিয়ে এগিয়ে গেলেও সমাজের অনেক কঠিন সত্যদিকগুলো বেরিয়ে আসবে। নাটকটিতে কাজের অভিজ্ঞতা খুবই ভালো ছিল। নির্মাণশৈলী ও গল্প দুটোই চমৎকার।’
‘মানি ইজ প্রোবলেম’ নাটকটি ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত রাত ৯টা ৪০ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ