চট্টগ্রামে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক.

চট্টগ্রামের হাটহাজারীতে লোকমান (৩৬) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১২ দিকে ফতেপুরের হেলাল চৌধুরী পাড়ায় নিজের বাড়ির কাছে এ ঘটনা ঘটে।
লোকমান হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদ ৮নম্বর ওয়ার্ডের মেম্বার এবং ইউনিয়ন ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক। তিনি ওই এলাকার মুনির আহমেদের ছেলে।
হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর জানান, রাত দেড়টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় লোকমানকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে রাত ৩টার দিকে লোকমান মারা যান।’
তিনি জানান, লোকমানের মাথা এবং শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় মামলা হয়নি। লোকমানের লাশ ময়নাতদন্তের জন্য মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ