চট্টগ্রামে কন্টেইনার চাপায় নিহত ৩

নিউজ ডেস্ক.



চট্টগ্রামের বন্দর থানাধীন নিমতলা বিশ্বরোড় এলাকায় কন্টেইনারবাহী লরি থেকে কন্টেইনার পড়ে সিএনজি চালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। রবিবার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঢাকার আব্দুল্লাহপুর (উত্তরা) বাসিন্দা নূর মোহাম্মদের ছেলে মো. মোশাররফ হোসেন মুছা (৪৫), মালিবাগ চৌধুরীপাড়া পল্টন এলাকার মৃত আব্দুল মাজেদের ছেলে ওয়াজেদ আলী (৬০) এবং সিএনজি অটোরিকশা চালক জসিম সিকদার (৩৬)।

আহতরা হলেন- মো. সুজন (৩১), মো, সাইদুল হক (২৬)। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ওসি মঈনুল হাসান বলেন, একটি সিএনজি অটোরিকশা কন্টেইনার লরিটি পাশপাশি চলছিল। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে সড়কে বড় বড় গর্তের কারণে লরিটি সাইট নিতে গিয়ে এক পাশের চাকা গর্তে পড়ে যায়। এসময় একটি কন্টেইনার সিএনজির ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই চালকসহ তিনজন লরির নিচে চাপা পড়ে মারা যান।

ফায়ার সার্ভিস আগ্রাবাদ স্টেশনে ডিউটি অফিসার রুপম বড়ুয়া জানান, নীমতলা বিশ্ব রোড় এলাকায় কন্টেনার লরির নিচে চাপা পড়া সিএনজি উদ্ধারে ফায়ার সার্ভিস সাত স্টেশন থেকে গাড়ি গিয়ে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

স্থানীয়রা জানান, বন্দর পোর্ট কনেকাটং সড়কে বিশাল বিশাল গর্তের কারণে প্রায় ছোট খাটো দুর্ঘটনা এবং যাবাহন বিকল হওয়া ঘটনা ঘটে চলছে।

এদিকে দুর্ঘটনার এক ঘন্টার মাথায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ইট ভর্তি দুটি ট্রাক ঘটনাস্থলে গিয়ে সড়কের গর্তগুলো ইট ফেলে ভরাট করতে দেখা গেছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ