চট্টগ্রামে বিদেশী ছাত্রী ধর্ষণ : দোকান কর্মচারী গ্রেফতার

নিউজ ডেস্ক.


hand
চট্টগ্রাম নগরীর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ইউএসটিসি) পড়তে আসা শ্রীলংকান ১৭ বছরের এক তরুনীকে ধর্ষণের দায়ে আরিফ নামের এক দোকান কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আরিফ নগরীর খুলশী থানাধীন খুলশীমার্ট নামের একটি সুপার শপের কর্মচারী।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুন (রবিবার) রাতে শ্রীলংকান ওই তরুনীকে একটি আবাসিক হোটেলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে সুপার শপ কর্মচারী আরিফ। ধর্ষণের শিকার হওয়া ওই তরুনী গতকাল (সোমবার) বাদী হয়ে নগরীর খুলশী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এর পরপরই পুলিশ অভিযুক্ত আরিফকে আমতলার নিজ বাসা থেকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন বলেন, বিদেশী ছাত্রীকে ধর্ষণের দায়ে আরিফ নামের এক দোকান কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ