চট্টগ্রামে মাটি খুঁড়ে ১১ বস্তা ফেনসিডিল উদ্ধার

নিউজ ডেস্ক.

চট্টগ্রাম নগরের সদরঘাট থানার বরিশাল কলোনির মাটির নিচ থেকে ১১ বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ভোররাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এই ফেনসিডিল উদ্ধার করা হয়।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) শাহ মো. আবদুর রউফ বলেন, অতিরিক্ত উপকশিশনার শাহ মোহাম্মদ আব্দুর রউফ বলেন, মাটি খুঁড়ে বিশেষ কৌশলে ড্রাম বসিয়ে ফেনসিডিলগুলো রাখা হয়েছিল। ওই রকম ৪টি গর্ত থেকে ১১ বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। ১১ বস্তায় ২৩০৬ বোতল ফেনসিডিল পাওয়া গেছে।
পুলিশ জানায়, এই অভিযানে পুলিশের শতাধিক সদস্য অংশ নেন। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
এর আগেও বিভিন্ন সময়ে ওই কলোনিতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চালানো হয়েছে। তবে হোতারা ধরা না পড়ায় মাদককারবারিদের তৎপরতা বন্ধ করা যায়নি।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ