Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
বিনোদন ডেস্ক.
ছোট পর্দায় অভিনয়ের শুরু থেকেই চলচ্চিত্রে অভিনয়ের প্রবল আগ্রহ ছিল দর্শকপ্রিয় অভিনেত্রী শার্লিন ফারজানার। এবার যেহেতু শিগগিরই তিনি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন, তাই নিজেকে অভিনয়ে আরো পারদর্শী করে তুলতে মঞ্চে অভিনয় শুরু করতে যাচ্ছেন। শিগগিরই তিনি তারিক আনাম খানের নাট্যদল ‘নাট্যকেন্দ্র’তে যোগ দিচ্ছেন।
শার্লিন ফারজানা বলেন, শিগগিরই একটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছি। যেহেতু আমার স্বপ্ন চলচ্চিত্রে অভিনয় করা, তাই নিজেকে পুরোপুরি প্রস্তুত করেই চলচ্চিত্রের ক্যামেরার সামনে দাঁড়াব। এতদিন বিজ্ঞাপনে মডেল হওয়া এবং ছোট পর্দার কাজ নিয়েই ব্যস্ত থাকার কারণে সেই সুযোগটি পায়নি। এ জন্য নিজেকে তৈরি করতে আমি একটি নাট্যদলের সাথে যুক্ত হচ্ছি শিগগিরই। এরই মধ্যে তারিক আনাম খান স্যারের সঙ্গে কথা হয়েছে। আশা করছি শিগগিরই মঞ্চে অভিনয় শুরু করব।
শার্লিন জানান, মঞ্চে নিজেকে পারদর্শী করে তুলেই তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করবেন। তবে এখনই চলচ্চিত্রটির ব্যাপারে তেমন কিছু জানাতে চাচ্ছেন না তিনি।
এদিকে, গেল ঈদে শার্লিন নতুন একটি প্রতিষ্ঠানের আইসক্রিমের বিজ্ঞাপনে মডেল হয়েছেন সাবরিনা আইরিনের নির্দেশনায়। এতে তার সঙ্গে আছেন ইরফান সাজ্জাদ। ঈদের আগে থেকেই এটি প্রচার শুরু হয়েছে। এছাড়া ঈদে শার্লিন ফারজানাকে নাঈমের ‘চক্র’, জনির ‘টুকরো প্রেমের বাঁধন’ ও ‘ওয়াদা’, আরিফের ‘মেঘনীল’, দিদারের ‘যে তুমি হরণ করো’, শামসের ‘বুলির বেলকনি’, শাহেদের ‘বাইশে শ্রাবণ’, সঞ্জয়ের ‘শূন্যতা’ ও রবিউলের ‘আই অ্যাম জয়নাল’সহ আরো বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন। এছাড়াও এবারের ঈদে শার্লিনের উপস্থিতি ও সব নাটকেই তার ভিন্নতা চোখে পড়ার মতো ছিল। অনবদ্য অভিনয়ের জন্য প্রশংসিতও হন এ অভিনেত্রী।